• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২০, ০৭:১৫ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৫, ২০২০, ০৭:১৫ পিএম

ঢামেকে করোনা আইসোশেলন ওয়ার্ডে রোগীর মৃত্যু

ঢামেকে করোনা আইসোশেলন ওয়ার্ডে রোগীর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের থাকা ৫০ বছর বয়সী (পুরুষ) রোগীর মৃত্যু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) দুপুর ১টায় হাসপাতালের নতুন ভবনের নিচ তলায় আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

ঢামেক হাসপাতাল নতুন ভবনের ওয়ার্ড মাস্টার আবুল হোসেন তার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল (শনিবার-৪ এপ্রিল) রাতে তাকে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। তার ব্রেন স্ট্রোক হয়েছিল বলে স্বজনরা জানিয়েছিল।

মেডিসিন বিভাগে ভর্তি থাকা অবস্থায় তার করোনার লক্ষণ দেখা দেয়ায় চিকিৎসকরা তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখে। সেখানেই তার মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃতদেহের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। সময়টিভি।

এসএমএম