• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২০, ১১:২০ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৭, ২০২০, ১১:২০ পিএম

‘গুজব ছড়ানো থেকে বিরত থাকুন’

‘গুজব ছড়ানো থেকে বিরত থাকুন’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম ● ইউএনবি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম বলেছেন, বর্তমানে ভারতজুড়ে থাকা লকডাউন প্রত্যাহারের পরে সেখানে আটকা পড়া বাংলাদেশিদের সরকার ফিরিয়ে আনবে।

তিনি বলেন, ভারত সরকার তাদের লকডাউন প্রত্যাহারের জন্য আমাদের কিছুদিন অপেক্ষা করার অনুরোধ করেছে।

প্রতিমন্ত্রী বলেন, সরকার এরই মধ্যে কলকাতা থেকে বাংলাদেশি নাগরিকদের বিশেষ অনুমতি নিয়ে সড়কপথে ফিরিয়ে এনেছে। তাদের কোয়ারান্টাইনে রাখা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) টেলিভিশন সাংবাদিক মোর্শেদ হাসিব পরিচালিত ফেসবুক লাইভে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

নয়া দিল্লির বাংলাদেশ হাই কমিশনের মতে, বর্তমানে ভারতে প্রায় দুই হাজার ৫০০ বাংলাদেশি আটকা পড়েছেন এবং তাদের মধ্যে এক হাজারেরও বেশি শিক্ষার্থী রয়েছেন।

ইউএনবির এক প্রশ্নের জবাবে শাহরিয়ার বলেন, যারা দেশে বিভিন্নভাবে গুজব ছড়াচ্ছেন তাদের আইনের আওতায় আনা কয়েক মিনিটের ব্যাপার।

বিদেশ থেকে যারা মিথ্যা সংবাদ ছড়ায় তিনি তাদের পরিবার ও প্রিয়জনদের প্রতি মনোনিবেশ করার আহ্বান জানান এবং বর্তমানে তারা যে দেশে অবস্থান করছেন সেখানে কী হচ্ছে তা দেখার কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এখন একটি নজিরবিহীন পরিস্থিতি। এ গুরুত্বপূর্ণ মুহূর্তে গুজব ছড়িয়ে দেয়া থেকে বিরত থাকুন।

এসএমএম