• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২০, ০১:১২ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৫, ২০২০, ০১:১৫ পিএম

গণস্বাস্থ্যের করোনা কিট হস্তান্তর, পরীক্ষা হবে ৫ মিনিটে!

গণস্বাস্থ্যের করোনা কিট হস্তান্তর, পরীক্ষা হবে ৫ মিনিটে!
গণস্বাস্থ্যের উদ্ভাবিত কিট প্রদর্শন- ছবি সংগৃহিত

গণস্বাস্থ্য কেন্দ্রের করোনার টেস্টিং কিট সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ শনিবার (২৫ এপ্রিল) পৌঁনে ১১ টায় ধানমন্ডি গণস্বাস্থ্য কেন্দ্র থেকে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে তা হস্তান্তর করা হয়।  এর আগে করোনা টেস্টিং কিট প্রসঙ্গে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও অন্যতম ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, আমরা কিট তৈরিতে সফল হয়েছি। রক্ত পরীক্ষা করার পরে আমরা শতভাগ সফল হয়েছি। আজ শনিবার আমরা সরকারকে নমুনা দিচ্ছি, যাতে তারা পরীক্ষা করতে পারে। পরীক্ষা করার পর অনুমোদন দিলে প্রথমে দেব ১০ হাজার, তারপরে এক লাখ দেব।

তিনি  আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ঔষধ প্রশাসন, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর), আর্মি প্যাথলজি ল্যাবরেটরি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ (ডাব্লিউএইচও) বেশ কিছু প্রতিষ্ঠানকে এই কিট দেব।

হস্তান্তরকালে বিজ্ঞানী ড. বিজন কুমার শীল বলেছেন, এই ডিভাইসের মাধ্যমে মাত্র ৫ মিনিটেই পরীক্ষা করা যাবে করোনাভাইরাস।

জেডএইচ/এসকে