• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২০, ২০২০, ০৯:২৪ পিএম
সর্বশেষ আপডেট : মে ২০, ২০২০, ০৯:২৪ পিএম

আম্ফান

ভোলা ও পটুয়াখালীতে ৪ জনের মৃত্যু

ভোলা ও পটুয়াখালীতে ৪ জনের মৃত্যু
সংগৃহীত ছবি

ঘূর্ণিঝড় আম্ফানের কারণে ভোলায় ২ জনের মৃত্যু হয়েছে। পটুয়াখালীতে আরও দুজনসহ মোট ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোলার চরফ্যাশন উপজেলার মানিকা ইউনিয়নের চর কচ্ছপিয়া গ্রামের সিদ্দিক ফকির (৭০) বাড়ির পাশে গাছের নিচে চাপা পড়েন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন।

এর আগে সকালে চট্টগ্রামে শ্রমিক হিসেবে কাজ করা মোহাম্মদ রাফিকুল ইসলাম (৩৫) ফিরছিলেন। লক্ষ্মীপুরের মজু চৌধুরীর ঘট থেকে ট্রলারে করে ভোলার ইলিশা ঘাটে আসার পথে মেঘনায় ট্রলার উল্টে নিহত হন তিনি। লকডাউন অমান্য করার কারণে পরিবারের লোকজন তার মৃত্যুর ঘটনা শুরুতে গোপন রাখেন।

বোরহান উদ্দিন থাকার ওসি এনামুল হক জানান, নিহতের মরদেহ বিকালে তার বাড়ি হাসান নগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে আনার পর পুলিশ ঘটনাটি জানতে পারে।

এসএমএম

আরও পড়ুন