• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২১, ২০২০, ০৬:২৮ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২১, ২০২০, ০৬:২৮ পিএম

বৃষ্টি ভোগাচ্ছে রাজধানীবাসীকে

বৃষ্টি ভোগাচ্ছে রাজধানীবাসীকে

অঝোর বৃষ্টি ভোগাচ্ছে রাজধানীবাসীকে। রাতে থেমে শুরু হওয়া বৃষ্টি আজও অব্যাহত। ফলে জলজট দেখা দেয় বেশ কিছু জায়গায়। তলিয়ে যায় ব্যস্ত সড়ক। দুর্ভোগে পড়েন নগরবাসী।
 
শ্রাবণের বৃষ্টিতে স্বস্তি নিয়ে অনেকে উপভোগ করছেন। কারো জন্য আবারও অস্বস্তি । যারা জীবিকার তাগিদে ঘর থেকে বের হয়েছেন। রাজধানীর নয়াপল্টন এলাকা । কোথাও দেখে মনে হয়নি সড়ক পথ। কারণ টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় সাগর কিংবা নদীর মতোই ঢেউ দেখা যাচ্ছে।

রাজধানীর পান্থপথ মোড় এলাকাও সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা নিত্য দিনের ঘটনা। এলাকাবাসী কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে জানায়, পরিত্রাণ চায় এ ভোগান্তি থেকে।

আবহাওয়া অফিস বলছে,  মৌসুমী বায়ুর প্রভাবে এই বৃষ্টি স্থায়ী হবে আরো দুই থেকে তিন দিন। দেশের সমুদ্র বন্দরগুলোর জন্য ৩ এবং নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেয়া হয়েছে।

জাগরণ/এম.ইউ

আরও পড়ুন