• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৫, ২০২০, ০৮:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৫, ২০২০, ০৮:৪৪ পিএম

বৈরুতে বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত, আহত ৯৯

বৈরুতে বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত, আহত ৯৯
ফাইল ফটো

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে এ পর্যন্ত তিন বাংলাদেশি নিহত এবং ২১ জন নৌবাহিনীর সদস্যসহ ৯৯ জন আহত হয়েছেন। বুধবার (৫ আগস্ট) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই তথ্য পাওয়া যায়। নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়ার মেহেদি হাসান ও মাদারীপুরের মিজানুর রহমান। দুজনই লেবাননে পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করতেন।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টার দিকে লেবাননে বাংলাদেশি দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান।

জানা গেছে, তিনজনই প্রবাসী বাংলাদেশি। নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়ার মেহেদি হাসান ও মাদারীপুরের মিজানুর রহমান। দুজনই লেবাননে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

আবদুল্লাহ আল মামুন জানান, আহতদের মধ্যে বর্তমানে হাসপাতালে আছেন ৮-১০ জনের মতো। বাকিদের বেশিরভাগই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তিনি বলেন, আহত ২১ জন নৌবাহিনীর সদস্যের মধ্যে ৭ জন হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি জানান, বিস্ফোরণ স্থলের ৪ থেকে ৫ কিলোমিটারের মধ্যে অবস্থিত হলেও বাংলাদেশ দূতাবাসের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এমএইউ

আরও পড়ুন