• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২০, ১০:৫৩ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২২, ২০২০, ১০:৫৫ পিএম

বাংলাদেশ-ভারত সম্পর্ক অবিচ্ছেদ্য : আবেদ খান

বাংলাদেশ-ভারত সম্পর্ক অবিচ্ছেদ্য : আবেদ খান
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে পিআইবি চেয়ারম্যান এবং দৈনিক জাগরণ সম্পাদক, দেশবরেণ্য সাংবাদিক ও কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা আবেদ খান - দৈনিক জাগরণ

পিআইবি (প্রেস ইনস্টিটিউট, বাংলাদেশ) চেয়ারম্যান এবং দৈনিক জাগরণ সম্পাদক, দেশবরেণ্য সাংবাদিক ও কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা আবেদ খান বলেছেন, বাংলাদেশ ও ভারত এই রাষ্ট্র দুইটির মাঝে বিদ্যমান সম্পর্ক অবিচ্ছেদ্য। বাংলাদেশ-ভারত আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের গুরুত্ব তুলে ধরে এ সময় দেশের খ্যাতিমান এই সাংবাদিক বলেন, 'আমাদের এ সম্পর্কের যত্ন নিতে হবে। এ সম্পর্কের গভীরতা অনেক, হাজার বছরের সম্পর্ক এটি। কিন্তু দু’দেশের এ সম্পর্ক ক্ষতিগ্রস্থ করার জন্য বারবার চেষ্টা করা হচ্ছে। মুক্তিযুদ্ধে ভারতের অবদান বিস্মৃত হলে চলবে না। আমরা আমাদের ভালবাসা, শ্রদ্ধার এ সম্পর্ক কোন কিছুতেই নষ্ট হতে দিতে পারি না।'

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিশ্বশান্তি ও মানবাধিকার সংঘ, বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। 

সাংবাদিক আবেদ খান বলেন,  'যে জাতির বিজয় দিবস থাকে তাদের পরাজয় নেই। আমাদের বিজয় দিবস আছে, স্বাধীনতা দিবসও আছে। আমাদের জিততেই হবে।' 

তিনি বলেন, 'সংস্কৃতি নিজস্ব শক্তিতে বলীয়ান হয়। কিন্তু অনেক সংস্কৃতি পরিচর্যার অভাবে হারিয়ে গেছে। আমাদের দেশে এখন সাংস্কৃতিক সম্প্রীতি বজায় রাখতে পারছি না। এ ব্যর্থতাসাংস্কৃতিক সংগঠনগুলোর, রাজনৈতিক সংগঠনগুলোর। তবে আমাদের আবার একাত্তরের মতো ঘুরে দাঁড়াতে হবে। ধর্মকে ব্যবহার করে মানবিক মুল্যবোধকে নষ্ট করা যাবে না। বহুমাত্রিক সাংষ্কৃতি রক্ষা করতে একাত্তরের মত আবারো রুখে দাঁড়াতে হবে। এই জন্য তরুণদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। তবেই বাংলাদেশ একদিন সত্যিকার অর্থে বঙ্গবন্ধুর সোনার বাংলায় উজ্জ্বীবিত হবে।'

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সংগঠনের সভাপতি ড. নাজমুল আহসান কলিমুল্লাহ’র সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন কলামিস্ট ও সংগঠনের সাধারণ সম্পাদক ফনিন্দ্র সরকার। 

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন-আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, বিশিষ্ট সাংবাদিক সেলিম ওমরাও খাঁন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তৌহিদুল হক, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফয়সাল আহসানউল্লাহ, ভারতের সাংস্কৃতিক সংগঠক নৃপেন অধিকারী, শান্তি ও মানবাধিকার আন্দোলনের সভাপতি জামাল উদ্দিন সবুজ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক দিলীপ কুমার মণ্ডল।

অনুষ্ঠানের সভাপতি ড. নাজমুল আহসান কলিমল্লাহ বলেন, মুক্তিযুদ্ধে ভারত ভ্রাতৃমাতার ভূমিকা পালন করেছে। তাদের এ ভূমিকার কারণেই মাত্র নয়মাসে আমাদের বিজয় অর্জন করা সম্ভব হয়েছে। নয়তো ভিয়েতনামের মতো দীর্ঘ সময় ধরে আমাদের মুক্তিযুদ্ধ চালিয়ে যেতে হতো। ফলে এ রাষ্ট্রটির সাথে আমাদের শক্তিশালী একটি সাংস্কৃতিক সম্পর্ক গড়ে উঠেছে। এ সম্পর্ক অবিচ্ছেদ্য। 

মূল প্রবন্ধে ফনিন্দ্র সরকার বলেন, সংস্কৃতি হচ্ছে বিশুদ্ধ জীবনচর্চা। মনুষ্য জীবনের সার্থক অভিধান। রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে এর সারমর্ম পুরোপুরি খুঁজে পাওয়া যাবে না। সংস্কৃতির ধারক যে বস্তু তাকে পরম বস্তু বলে মানুষের মনে বিশ্বাস জাগাতে হবে এবং এ বিশ্বাসকে সুরক্ষিত করতে হবে। সুরক্ষিত করতে না পারলে মানব সম্প্রদায়ের সম্প্রীতি ভেঙে পড়বে।

এসকে