• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২০, ১০:১৩ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৪, ২০২০, ১০:১৩ এএম

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের জোরালো ভূমিকার আহ্বান প্রধানমন্ত্রীর

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের জোরালো ভূমিকার আহ্বান প্রধানমন্ত্রীর

রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের আরো জোরালো ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বে ক্ষুধা, দারিদ্র্য, সন্ত্রাসবাদ, জলবায়ু পরিবর্তনের পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানও এখন বড় চ্যালেঞ্জ।

শুক্রবার (২৩ অক্টোবর) জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া বার্তায় বাংলাদেশ সরকার প্রধান এ কথা বলেন। 

প্রধানমন্ত্রী বলেন, এমন অনেক সমস্যা আছে যেগুলোর সমাধানে এগিয়ে আসা উচিত জাতিসংঘের। ক্ষুধা, দারিদ্র্য, সন্ত্রাসবাদ, জলবায়ু পরিবর্তনের পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে সংস্থাটি আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরো বলেন, ভবিষ্যত গড়ার একটি সুনির্দিষ্ট ও অর্থবহ রোডম্যাপের সাহায্যে জাতিসংঘ আমাদের সুরক্ষিত ভবিষ্যৎ গড়ার প্রয়াসে আমাদের পথনির্দেশক হতে পারে, যেখানে নিরাপত্তা নিশ্চিত ও উন্নয়ন নিশ্চিত হবে এবং মানবাধিকার সুরক্ষিত হবে।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ শান্তিপূর্ণ, টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়বিচারের বিশ্ব গঠনের জন্য সব অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একসঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।

জাগরণ/এমআর