• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২০, ০১:৫৬ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৫, ২০২০, ০১:৫৬ পিএম

শুরু হচ্ছে শুটকি মৌসুম, সাগরে জেলেরা

শুরু হচ্ছে শুটকি মৌসুম, সাগরে জেলেরা

সাগর থেকে মাছ আহরণ ও শুঁটকি প্রক্রিয়াজাতকরণের জন্য সুন্দরবনের দুবলার চরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে উপকূলের জেলেরা।

বন বিভাগের কাছ থেকে অনুমতিপত্র নিয়ে বৃহস্পতিবার সকালে মোংলা থেকে দল বেঁধে সাগরে ছুটছেন তারা। এর আগে বুধবার উপকূলীয় বিভিন্ন এলাকার হাজার হাজার জেলে নৌকা-জালসহ সকল ধরণের সরঞ্জামাদি নিয়ে জড়ো হয় মোংলার পশুর নদীর চিলা এবং জয়মনি এলাকায়। সেখানে থেকে সাগরে যাওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করেই যাত্রা শুরু করেন তারা। এ সকল জেলেরা প্রথমে দুবলার চরে গিয়ে তাদের থাকা ও মাছ রাখার ঘর এবং শুঁটকি তৈরির মাচা-চাতাল তৈরি করবেন। এরপর নেমে পড়বেন সাগরে মাছ ধরতে। মাছ ধরা আর বাছাই ও শুঁটকিজাতকরণের এ কাজে তাদের সেখানে থাকবে হবে টানা ৫ মাস। 

উল্লেখ্য, অক্টোবর থেকে শুরু হওয়া দুবলার চরের শুঁটকি মৌসুম শেষ হবে আগামী মার্চে। প্রতি বছর এ মৌসুমে চরে সমবেত হয়ে থাকেন প্রায় ২৫ থেকে ৩০ হাজার জেলে-মহাজন।

জাগরণ/এমআর