• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২০, ১০:৪১ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১২, ২০২০, ১০:৪১ এএম

ঢাকা-১৮ উপনির্বাচন

কাওলা স্কুলে দুই ঘণ্টায় ৬ ভোট

কাওলা স্কুলে দুই ঘণ্টায় ৬ ভোট

সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। তবে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে থেকে রাজধানীর খিলক্ষেত কাওলার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভেতরে-বাইরে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। 

কেন্দ্রটির নীচ তলার ১ নম্বর কক্ষে মহিলা ভোটার রয়েছেন ৪৩৭ জন। বেলা ৯টা ৪০ মিনিটে মাত্র ৬ টি ভোট পড়েছে বলে জানা যায় কেন্দ্র থেকে।

কাস্টিং ভোট সম্পর্কে প্রিসাইডিং কর্মকর্তা বলেন, বলার মতো অগ্রগতি হয়নি। আপনি বেলা ১২ টার পর আসলে আপনাকে তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবো।ভোট কেন্দ্রের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।

কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমি প্রতি ঘণ্টায় কমিশনে আপডেট জানাচ্ছি।

ঢাকা উত্তর সিটির ১, ১৭, ৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩, ৫৪ নম্বর ওয়ার্ড ও বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৮ আসন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আওয়ামী লীগের মোহাম্মদ হাবিব হাসান, বিএনপির এসএম জাহাঙ্গীর হোসেন, জাতীয় পার্টির নাসির উদ্দিন সরকার, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ, বাংলাদেশ কংগ্রেসের ওমর ফারুক ও প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) মবিবুল্লাহ বাহার।

জাগরণ/এমআর