• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২১, ০৬:৫৪ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১১, ২০২১, ০৭:২২ পিএম

সাংবাদিক মিজানুর রহমান খান মারা গেছেন

সাংবাদিক মিজানুর রহমান খান মারা গেছেন

বিশিষ্ট সাংবাদিক, দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান মারা গেছেন। 

সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

এর আগে করোনায় আক্রান্ত হয়ে তিনি ওই হাসপাতালে ভর্তি ছিলেন। গত কয়েকদিন ধরেই নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন মিজানুর রহমান।

মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন প্রথম আলো’র যুগ্ম সম্পাদক সোহরাব হাসান।

গত ২ ডিসেম্বর করোনার নমুনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে মিজানুর রহমান খানের। ৫ ডিসেম্বর তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি হন। তাঁর শারীরিক সমস্যা বাড়লে সেখান থেকে ১০ ডিসেম্বর তাঁকে ইউনিভার্সেল হাসপাতালের আইসিইউ-তে রেখে চিকিৎসা করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে গত শনিবার বিকেলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সোমবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।