• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২১, ০৩:২০ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৪, ২০২১, ০৪:৩২ পিএম

করোনা টিকা

‘অ্যান্টিবডি পরীক্ষার অনুমতি দেওয়া হয়েছে‍‍’

‘অ্যান্টিবডি পরীক্ষার অনুমতি দেওয়া হয়েছে‍‍’

করোনা টিকার অ্যান্টিবডি পরীক্ষার অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক বলেন, "অ্যান্টিবডি পরীক্ষার অনুমতি দেওয়া হয়েছে। ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল মানা হবে।"

রোববার (২৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে তিনি এ কথা জানান।

ভারতের সিরাম প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি আনুযায়ী করোনা টিকার ৫০ লাখ ডোজ সোমবার (২৫ জানুয়ারি) দেশে আসছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, "ভারত থেকে ৫০ লাখ ডোজ টিকা আসছে আগামীকাল (সোমবার)। এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।"

এর আগে চলতি সপ্তাহেই ভারত সরকার বাংলাদেশকে ১৭ লাখ ৯৯ হাজার ২৬২ ডোজ করোনা টিকা উপহার পাঠিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, "ভ্যাকসিন নিতে কারো ওপর জোর করা হবে না, এটা নিয়ে ব্যক্তি স্বাধীনতা থাকবে। ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া খুব সামান্য। ঔষধ ও সব ভ্যাক্সিনেই সামান্য পার্শপ্রতিক্রয়া থাকে। এটা নিলে জ্বর মাথা ব্যাথা হতে পারে।"

"অগ্রাধিকার ভিত্তিতে করোনা টিকা দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রীসহ মন্ত্রী সচিবরাও করোনা ভ্যাকসিন নেবেন" বলেন স্বাস্থ্যমন্ত্রী।