• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২১, ০২:৩২ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৬, ২০২১, ০২:৫৫ পিএম

ফেব্রুয়ারির শুরুতেই খুলতে পারে স্কুল

ফেব্রুয়ারির শুরুতেই খুলতে পারে স্কুল

ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে স্কুল খোলার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন মো. জাকির হোসেন।

মো. জাকির হোসেন আরো বলেন, “সামাজিক দূরত্ব বজায় রাখতে ও ক্লাস সংকটের কারণে ভিন্ন দিনে প্রতিটি শ্রেণির ক্লাস নেওয়া হবে।”

এর আগে রোববার জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন, ৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সংসদে দীপু মনি বলেন, “৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে দশম ও দ্বাদশ শ্রেণির নিয়মিত ক্লাস হবে। অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে এক দিন করে ক্লাসে আসবে। তারা পুরো সপ্তাহের পড়া নিয়ে যাবে। পরের সপ্তাহে আবার এক দিন আসবে।”