• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২১, ০৩:১৩ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৩, ২০২১, ০৩:২০ পিএম

৭ এপ্রিল থেকে টিকার দ্বিতীয় ডোজ

৭ এপ্রিল থেকে টিকার দ্বিতীয় ডোজ

আগামী ৭ এপ্রিল থেকে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।  

গত ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়। রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য ভবনে ভার্চুয়ালি টিকা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সারাদেশে এক হাজার পাঁচটি কেন্দ্রে শুরু হয়েছে এ টিকাদান কর্মসূচি। এর আগে ২৭ জানুয়ারি টিকা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) খুরশীদ আলম বলেন, “করোনা ভ্যাকসিন দেওয়ায় শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে কি না, তা দ্বিতীয় ডোজের পর যাচাই করা হবে।”

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে দেশে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ২৩ লক্ষাধিক মানুষ করোনা টিকা নিয়েছেন। দেশে সোমবার পর্যন্ত টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ২৩ লাখ ৮ হাজার ১৫৭ জন। এদের মধ্যে ১৫ লাখ ১৮ হাজার ৭১৫ জন পুরুষ এবং ৭ হাজার ৮৯ হাজার ৪৪২ জন নারী রয়েছেন।