• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২১, ০৩:২৯ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৭, ২০২১, ০৩:২৯ পিএম

আট মাসের মধ্যে বিশ্ববাজারে সোনার দাম সর্বনিম্ন

আট মাসের মধ্যে বিশ্ববাজারে সোনার দাম সর্বনিম্ন

বিশ্ববাজারে গত আট মাসের মধ্যে গত সপ্তাহে সোনার দাম সর্বনিম্ন পর্যায়ে চলে গেছে। পাশাপাশি রুপা ও প্লাটিনামেরও বড় দরপতন হয়েছে।

গত এক সপ্তাহে সোনার দাম কমেছে ২ দশমিক ৬৯ শতাংশ। রুপার দাম কমেছে ২ দশমিক শূন্য ১ শতাংশ। অপরদিকে প্লাটিনামের দাম কমেছে ৬ দশমিক ৭০ শতাংশ।

তবে বিশ্ববাজারে সোনার দাম নিম্নমুখী হলেও দেশের বাজারে সর্বশেষ দাম নির্ধারণ করা হয়েছে গত ১৩ জানুয়ারি। গত ১২ জানুয়ারি এক বৈঠকে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার দাম কমিয়ে দেশের বাজারে যে মূল্য নির্ধারণ করেছে, এখনো সে দামেই চলছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে দেখা যায়, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয় ৭২ হাজার ৬৬৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয় ৬৯ হাজার ৫১৭ টাকা। একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয় ৬০ হাজার ৭৬৯ টাকা। সনাতন পদ্ধতিতে স্বর্ণ প্রতি ভরির দাম ধরা হয় ৫০ হাজার ৪৪৭ টাকা।