• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২১, ০৯:৪৪ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ২৮, ২০২১, ০৯:৪৪ পিএম

রোহিঙ্গাদের মিয়ানমার পাঠাতে কাজ করছে ওআইসি

রোহিঙ্গাদের মিয়ানমার পাঠাতে কাজ করছে ওআইসি

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সহকারী মহাসচিব ইউসেফ আলডোবেয়া বলেছেন, রোহিঙ্গারা যাতে আত্মমর্যাদা ও সম্মানের সঙ্গে মিয়ানমারে ফিরতে পারেন, সেজন্য আন্তর্জাতিকভাবে ঐকমত্য প্রতিষ্ঠায় কাজ করছে ওআইসি।

রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে কক্সবাজারের উখিয়ার ৪নং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ইউসেফ আলডোবেয়া এ কথা বলেন।

ওআইসি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে সব সময় আছে উল্লেখ করে সহকারী মহাসচিব বলেন, “ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে যে মামলা চলছে সেই মামলায় রোহিঙ্গারা যাতে ন্যায়বিচার পান, তার জন্য আইনি লড়াইয়ে সহযোগিতা করছে ওআইসি ।”

এর আগে ইউসেফ আলডোবেয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রথমে ঢাকা থেকে হেলিকপ্টারে ভাসানচরে যান। সেখানে অবস্থানরত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পৌঁছান। সেখানে রোহিঙ্গা নেতাদের সঙ্গে বৈঠক করেন তারা। ওই বৈঠকে ৭৬ জন রোহিঙ্গা নেতা অংশ নেন।