• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৪, ২০২১, ১২:৫৬ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৪, ২০২১, ০১:০২ পিএম

আমি শিক্ষামন্ত্রীর ষড়যন্ত্রের শিকার : বেরোবি উপাচার্য

আমি শিক্ষামন্ত্রীর ষড়যন্ত্রের শিকার : বেরোবি উপাচার্য

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ বলেছেন, তিনি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ষড়যন্ত্রের শিকার।

বৃহস্পতিবার (৪ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বেরোবি উপাচার্য। 

ভিসি ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, “আজকে যে দুর্ভাগ্যজনক পরিস্থিতি, আমি খোলামেলা বলব, এটা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীয় আশ্রয়ে-প্রশ্রয়ে আশকারায় এ অবস্থায় এসেছে।”

বেরোবির উপাচার্য আরও বলেন, “আমাদের দেশে দুর্নীতি নিয়ে যে সমস্যা সেটা হচ্ছে ধামাচাপা দেওয়ার একটা কালচার আছে। শিক্ষামন্ত্রীর অফিস থেকে কয়েক পৃষ্ঠার খণ্ডিত অংশ নিয়ে লিক করা হয়েছে। এটা রাজনীতির একটা অপকৌশল। শিক্ষাঙ্গন সর্বোচ্চ বিদ্যাপীঠের প্রতিষ্ঠানে এ ধরনের হীন রাজনীতি করার জায়গা না।”

সম্প্রতি বেরোবি ভিসির দুর্নীতিতে জড়িত থাকার প্রমাণ ইউজিসির তদন্ত কমিটি পেয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলনে আসেন ড. নাজমুল আহসান কলিমুল্লাহ।