• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২১, ০১:০৪ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৪, ২০২১, ০১:০৪ পিএম

লকডাউনের খবরে বড় পতন শেয়ারবাজারে

লকডাউনের খবরে বড় পতন শেয়ারবাজারে

করোনাভাইরাসের ক্রমবর্ধমান সংক্রমণ মোকাবেলায় সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের লকডাউন দিতে পারে সরকার। এখনো এ সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন জারি করা না হলেও ইতোমধ্যে এর প্রভাব পড়েছে শেয়ারবাজারে।

রোববার (৪ এপ্রিল) বড় দরপতনের মধ্য দিয়ে শুরু হয় শেয়ারবাজারের সপ্তাহের প্রথম কার্যদিবস। এক সপ্তাহের লকডাউন দিতে পারে এমন খবরে দিনের শুরুতেই শেয়ার বিক্রি করে দেন বিনিয়োগকারীরা।

এতে প্রথম আধা ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ১১৫ পয়েন্ট এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক কমেছে ২৫৬ পয়েন্ট।

এই সময়ের ডিএসইতে লেনদেন হয়েছে ৮১ কোটি টাকা। মিউচুয়াল ফান্ড ও হাতবদল হওয়া শেয়ারের মধ্যে দর কমেছে ২১০টি, বেড়েছে ১০টি এবং অপরিবর্তিত আছে ২৫টির।

অন্যদিকে, প্রথম আধ ঘণ্টায় সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ৬৬টির, বেড়েছে ৫টির এবং অপরিবর্তিত আছে ৩টির।