• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২১, ১২:৫৯ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১২, ২০২১, ১২:৫৯ পিএম

জরুরি সেবা ছাড়া বন্ধ থাকবে সব পরিবহন

জরুরি সেবা ছাড়া বন্ধ থাকবে সব পরিবহন

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় আগামী ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত দেশে সকল ধরনের যান চলাচল বন্ধ ঘোষণা করেছে সরকার। তবে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান এর আওতামুক্ত থাকবে।

সোমবার (১২ এপ্রিল) এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, “সব ধরনের পরিবহন (সড়ক, নৌ, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট) বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা ও জরুরি সেবাদানের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না।”

করোনাভাইরাস পরিস্থিতির অবনতির কারণে ১৩ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার (১২ এপ্রিল) চলাচলে বিধিনিষেধ জারি করে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
 

আরও পড়ুন