• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২১, ০২:৩০ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৭, ২০২১, ০৩:৩৪ পিএম

মুগদা হাসপাতালে করোনার রোগীর আত্মহত্যা

মুগদা হাসপাতালে করোনার রোগীর আত্মহত্যা

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে হাসিব ইকবাল (৫০) নামের এক করোনা রোগী আত্মহত্যা করেছেন। তিনি হাসপাতালের ১১ তলার একটি কেবিনে চিকিৎসাধীন ছিলেন।

শুক্রবার (১৬ এপ্রিল) রাতে ১০টার দিকে হাসিব ইকবাল হাসপাতালের কেবিনের বাইরের রেলিং থেকে লাফ দেন। পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

হাসিব ইকবাল রাজধানীর ইস্কাটনে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়।

বিষয়টি নিশ্চিত করে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা জানান, হাসিব ৯ এপ্রিল থেকে মুগদা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালে হাসিবের বিছানায় একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে তিনি লিখেছেন, ‘আমি আত্মহননের পথ বেছে নিলাম। ইসলামি শরিয়া মোতাবেক আমার দাফনের ব্যবস্থা করুন।’ 

প্রলয় কুমরা আরও জানান, হাসিব অবিবাহিত ছিলেন। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।