• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২১, ১২:৫৮ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৮, ২০২১, ০১:৩৮ পিএম

১ হাজার শয্যার করোনা হাসপাতাল উদ্বোধন

১ হাজার শয্যার করোনা হাসপাতাল উদ্বোধন

রাজধানীর মহাখালীতে ১ হাজার শয্যার করোনার হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। এটি দেশের সবচেয়ে বড় করোনা ডেডিকেটেড হাসপাতাল।

রোববার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক হাসপাতালটি উদ্বোধন করেন।

রাজধানীর মহাখালীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পাইকারি কাঁচাবাজারের ভবনে স্থাপন করা হয়েছে হাসপাতালটি। হাসপাতালের নাম দেওয়া হয়েছে ‘ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতাল’।

উদ্বোধন করা হলেও হাসপাতালের কার্যক্রম পূর্ণাঙ্গ ভাবে চালু হতে আরো কিছু দিন সময় লাগবে। হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির জানান, আজ আংশিক হলেও এ মাসের শেষ নাগাদ এর কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু হবে।

হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালে বলেন, “আমাদের সেবার মাধ্যমে একটি মানুষের মৃত্যুও যদি কম হয় তাহলে সেটা আমাদের সাফল্য হবে।” এ সময় তিনি সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান।

এই হাসপাতালে চিকিৎসাসেবা দিতে ৫০০ চিকিৎসক, ৭০০ নার্স, ৭০০ স্টাফ এবং ওষুধ, সরঞ্জামের ব্যবস্থা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গত সপ্তাহ থেকেই এখানকার চিকিৎসক এবং নার্সদের করোনা চিকিৎসার প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে।