• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২১, ০৩:৪২ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২০, ২০২১, ০৩:৪২ পিএম

‘রাজনৈতিক লাভের জন্য ইসলামকে মামুনুলের বৃদ্ধাঙ্গুলি’ 

‘রাজনৈতিক লাভের জন্য ইসলামকে মামুনুলের বৃদ্ধাঙ্গুলি’ 

রাজনৈতিক ক্ষমতা লাভের জন্য রাষ্ট্র, সরকার ও ইসলামকে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন বলে জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুন অর রশিদ।

মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে হারুন অর রশিদ এ কথা বলেন। 

উসকানিমূলক বক্তব্য দিয়ে মাদ্রাসার ছোট ছোট শিক্ষার্থীদের মাঠে নিয়ে রাষ্ট্র ক্ষমতা দখলের চেষ্টা করেছিলেন মামুনুল বলে উল্লেখ করে তিনি। 

ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার আরও বলেন, “তাবলিগের সাদপন্থীদের মারধরের কথা স্বীকার করেছেন মামুনুল। তিনি ওয়াজ মাহফিলের বক্তৃতায় বিশিষ্ট নাগরিকদের জড়িয়ে মানহানিকর বক্তব্য দিয়েছেন।”

এরআগে মঙ্গলবার (২০ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে সিআইডির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান সংবাদ সম্মেলন বলেন, “নারায়ণগঞ্জের আরেকটি মামলায় মামুনুল হকের বিরুদ্ধে গ্রেপ্তার দেখাবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।”

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেন, “এখন মামুনুল একটি মামলায় রিমান্ডে আছেন। সেটি শেষ হলে আমরা তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করব।”

সোমবার (১৯ এপ্রিল) তার বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রোববার (১৮ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।