• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১১, ২০২১, ১২:৫৯ পিএম
সর্বশেষ আপডেট : মে ১১, ২০২১, ০১:৩৮ পিএম

পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

রাজধানীর কমলাপুরে বেতন-বোনাসের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন বিন্নী গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার (১১ মে) সকাল ৯টা থেকে সড়কে অবস্থান নেন তারা। পরে বেলা ১১টার দিকে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকরা জানিয়েছেন, তাদের দুই মাসের বেতন বাকি। দেওয়া হয়নি ঈদ বোনাসও। বাধ্য হয়ে তারা সড়ক অবরোধ করে আন্দোলন করছেন।

শ্রমিকরা আরও জানান, তারা গতকালও একই দাবিতে সড়ক অবরোধ করেছিলেন। পরে পুলিশ তাদের বুঝিয়ে-শুনিয়ে সরিয়ে দেয়। কিন্তু মালিকপক্ষের কেউই এখন পর্যন্ত যোগাযোগ করেনি।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত জানান, বিন্নি গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতন ও বোনাসের দাবিতে ফকিরাপুল থেকে এসে উত্তর কমলাপুর এলাকায় রাস্তা অবরোধ করেছে। তাদের রাস্তা অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।