• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১১, ২০২১, ০৬:৩১ পিএম
সর্বশেষ আপডেট : মে ১১, ২০২১, ০৬:৩২ পিএম

বুধবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা

বুধবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা

বুধবার দেশের সব ব্যাংক খোলা থাকবে। একই সঙ্গে শেয়ারবাজারেও স্বাভাবিক লেনদেন হবে।

মঙ্গলবার বিকালে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি ছুটি বুধবারের বদলে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে বলে এমন ঘোষণা এলো।

তবে এ নিয়ে পৃথক প্রজ্ঞাপন দেবে না বাংলাদেশ ব্যাংক।

সাধারণত ২৯ রমজান থেকে সরকারি ছুটি শুরু হয়। বুধবার ২৯ রমজান। তবে এবার ২৯ রমজানে সরকারি অফিস খোলা থাকছে। করোনাভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণের জন্য ঈদের ছুটি সংক্ষিপ্ত করে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে ব্যাংকগুলোতে এখন সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত লেনদেন হচ্ছে। শেয়ারবাজারে লেনদেন চলছে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত।