• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৩, ২০২১, ১১:৪৩ এএম
সর্বশেষ আপডেট : মে ১৩, ২০২১, ১১:৪৪ এএম

ঈদের আগের রাতে কালবৈশাখী হতে পারে

ঈদের আগের রাতে কালবৈশাখী হতে পারে

ঢাকাসহ দেশের কয়েকটি স্থানের ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যেতে পারে। বৃহস্পতিবার (১৩ মে) সন্ধ্যা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস বলেছে, বুধবার (১২ মে) রাত একটা থেকে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেছেন, “কোথাও কোথাও ঝড়ের গতি ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকায়, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় ঝোড়ো হাওয়াসহ মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণ এবং শিলাবৃষ্টিও হতে পারে।”

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি বাংলাদেশ এলাকায় অবস্থান করছে।