• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৬, ২০২১, ০৩:৫৩ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৬, ২০২১, ০৩:৫৩ পিএম

বন্ধ থাকবে লঞ্চ-ট্রেন, জেলার মধ্যে চলবে বাস 

বন্ধ থাকবে লঞ্চ-ট্রেন, জেলার মধ্যে চলবে বাস 

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় চলমান ‘সর্বাত্মক লকডাউনে’র মেয়াদ আরও এক সপ্তাহ (১৭ থেকে ২৩ মে) বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার (১৬ মে) বিকালে মন্ত্রিপরিষদ বিভাগ এই প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বিধিনিষেধ চলাকালীন শর্তসাপেক্ষে জেলা ও মহানগরের মধ্যে গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবে আগের মতোই বন্ধ থাকবে যাত্রীবাহী লঞ্চ, ট্রেন ও দূরপাল্লার বাস।

আগের নির্দেশনা অনুযায়ী জেলা ও মহানগরের মধ্যে যেসব গণপরিবহন চলাচল করবে সেগুলোকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী বহন করতে হবে। এজন্য যাত্রীদের কাছ থেকে আগের মতোই ৬০ শতাংশ অতিরিক্ত ভাড়া আদায় করা হবে।

করোনাভাইরাস নিয়ন্ত্রণে গত ৫ এপ্রিল ‘কঠোর বিধিনিষেধ’ জারি করে সরকার। বন্ধ করে দেওয়া হয় গণপরিবহন। তবে সরকারি অফিস ও শিল্প কারখানা খোলা থাকায় সেটি তেমন ফলপ্রসূ হয়নি। পরে গত ১৪ এপ্রিল থেকে জারি করা হয় ‘সর্বাত্মক লকডাউন’। এবার সরকারি অফিসও বন্ধ করা হয়। পরবর্তীকালে বেশ কয়েক ধাপে বাড়ানো হয় এই বিধিনিষেধের মেয়াদ। যা আগামী ২৩ মে মধ্যরাত পর্যন্ত জারি থাকবে।