• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২৭, ২০২১, ০১:১১ এএম
সর্বশেষ আপডেট : জুন ২৭, ২০২১, ০১:১১ এএম

সেনাবাহিনী নামতে পারে বৃহস্পতিবার

সেনাবাহিনী নামতে পারে বৃহস্পতিবার
ফাইল ছবি

দেশব্যাপী কঠোরভাবে সর্বাত্মক লকডাউন ১ জুলাই (বৃহস্পতিবার) থেকে শুরু হবে। ওই দিন থেকে সেনাবাহিনীও মাঠে নামতে পারে।

জানা গেছ, বৃহস্পতিবার থেকে সেনাবাহিনী মাঠে নামতে পারে। ওই দিন থেকে ঢাকায় রিকশা ও জরুরি প্রয়োজন ছাড়া অন্য কোনো গণপরিবহন চলতে দেয়া হবে না। দেশব্যাপী সব ধরনের যানবাহন বন্ধ থাকবে।

শনিবার (২৬ জুন) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন  বলেন,  মাঠ পর্যায়ে লকডাউন পালনে পুলিশের পাশাপাশি বিজিবি দায়িত্ব পালন করবে। প্রয়োজনে সেনাবাহিনীও নামতে পারে।

সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানান, সরকার চাইলে লকডাউনে মাঠে নামবে সেনাবাহিনী। গত বছরও লকডাউনে মাঠে ছিলেন সেনাবাহিনীর সদস্যরা। 

একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, বৃহস্পতিবার থেকে সাত দিনের সর্বাত্মক লকডাউন শুরু হবে। লকডাউনে জরুরি সেবা ছাড়া বাকি সব কিছু বন্ধ হয়ে যাবে।

সংশ্নিষ্ট সূত্র জানায়, আগের চেয়ে এবারের লকডাউন কঠোর হবে। মাঠ পর্যায়ে পুলিশের পাশাপাশি বিজিবি দায়িত্ব পালন করবে।

জাগরণ/এমএ

আরও পড়ুন