• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২৭, ২০২১, ০৩:৪৯ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৭, ২০২১, ০৩:৪৯ পিএম

রাজধানীর সড়কে তীব্র যানজট, ভোগান্তি

রাজধানীর সড়কে তীব্র যানজট, ভোগান্তি
ছবি- সংগৃহিত

সীমিত পরিসরে লকডাউনের আগের দিন রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সোমবার থেকে সীমিত পরিসরে ‘লকডাউন’ শুরু হবে। বন্ধ থাকবে গণপরিবহণ। আর ১ জুলাই থেকে কঠোর লকডাউন চলবে।

এ ঘোষণার পর অনেকেই নিজেদের প্রয়োজনীয় কাজ সারতে বের হয়েছেন। ফলে অন্যান্য দিনের চেয়ে সড়কে গাড়ির সংখ্যাও বেড়েছে। অনেকে আবার ঢাকা ছেড়ে চলে যাওয়ার জন্য বের হয়েছেন।

এ ছাড়া রোববার সপ্তাহের শুরুর দিন। এ কারণেও সড়কে যানজট বেশি। লকডাউনের ঘোষণা দেওয়ার পর যানজট আরও বেড়েছে।

রাজধানীর মোহাম্মদপুর, কারওয়ান বাজার, নিউমার্কেট, বাংলামোটর, আসাদগেটসহ বিভিন্ন সড়কে সকাল থেকেই যানজট ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট আরও তীব্র হয়।

নিউমার্কেট এলাকা থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন, অন্যান্য দিনের তুলনায় আজ মার্কেটে মানুষের চাপ ছিল অনেক বেশি। মিরপুর সড়কে থেমে থেমে গাড়ি চলছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার সাহেদ আল মাসুদ গণমাধ্যমকে বলেন, লকডাউনের ঘোষণার কারণে অনেকে বের হয়ে কেনাকাটা, প্রয়োজনীয় কাজ সেরে নিচ্ছেন। সড়কে গাড়ির সংখ্যা বেড়েছে।

জাগরণ/এসকে