• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২৭, ২০২১, ০৮:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৭, ২০২১, ১০:২০ পিএম

মগবাজারে বিকট বিস্ফোরণ

মগবাজারে বিকট বিস্ফোরণ

রাজধানীর মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর সেখানে আগুনের ঝলকানি দেখা গেছে। বিস্ফোরণটি একটি ভবনে বা ভবনের সামনে হয়েছে। কেউ বলছেন এটি গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ আবার কেউ বলছেন ভবনের এসির বিস্ফোরণ। দুএকজন বলেছেন এটি বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণ। তবে প্রকৃত ঘটনা কী তা এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজার ওয়্যারলেস এলাকায় এ ঘটনা ঘটে। যে ভবন থেকে শব্দ শোনা গেছে ওই ভবনে আড়ংয়ের শোরুম রয়েছে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, আমরা একটি এসি বিস্ফোরণ হওয়ার সংবাদ পেয়েছি। কেউ কেউ আবার ফোন করে বলেছেন, গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট পাঠানো হয়েছে। 

এরশাদ বলেন, ঘটনাস্থল থেকে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। হতাহতের বিষয়েও কোনো তথ্য জানা যায়নি। 

রমনা থানার ডিউটি অফিসার এসআই আবুল খায়ের বলেন, সেখানে ট্রান্সমিটার বিস্ফোরণ হয়েছে বলে শুনেছি। এখনো নিশ্চিত হতে পারছি না। পুলিশের বেশ কয়েকটি টিম সেখানে আছে।

জাগরণ/এসকে