• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ৩০, ২০২১, ১২:৫৫ এএম
সর্বশেষ আপডেট : জুন ৩০, ২০২১, ০৬:৫৫ এএম

বীর মুক্তিযোদ্ধা আবুল হাসিমের ইন্তেকাল

আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের শোক

আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের শোক

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও তুরাগ থানা আওয়ামী লীগের সভাপতি, হরিরামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা।

বর্ষীয়াণ এই আওয়ামীলীগ নেতার মৃত্যুতে আরো শোক জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রেরিত এক শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

অপর এক শোক বার্তায় বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ আবুল হাসিম-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি মরহুমের পবিত্র আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মঙ্গলবার (২৯ জুন) দুপুরে রাজধানীর এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় প্রবীন এই রাজনীতিক মৃত্যুবরণ করেন। তুরাগ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম  মোল্লা  সুরুজ গণমাধ্যমকে তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

জাগরণ/এসকে