• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৬, ২০২১, ১২:২৮ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ৬, ২০২১, ১২:২৮ এএম

অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা বাড়ল

অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা বাড়ল
প্রতীকী ছবি

দেশে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে।

সোমবার (৫ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নির্দেশনায় বলা হয়েছে, ‘আগামী ১৪ জুলাই পর্যন্ত দেশের অভ্যন্তরে যাত্রীবাহী সব ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।’ 

এর আগে গত ১ জুন বেবিচক জানিয়েছিল, ‘৭ জুন পর্যন্ত দেশের অভ্যন্তরে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।’

তবে জরুরি চিকিৎসা সেবা, ত্রাণ ও মানবিক সহায়তার জন্য ফ্লাইট ও কার্গো বিমান চালু থাকবে । সেক্ষেত্রে সেসব ফ্লাইটের যাত্রী ও ক্রুদের জীবানুনাশক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা দিয়েছে বেবিচক। 

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১ জুন থেকে সারা দেশে সর্বাত্মক লকডাউন চলছে। এই লকডাউনে জরুরি সেবা প্রতিষ্ঠানের যানবাহন ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। 

বেবিচকের আরেক নির্দেশনায়  বতসোয়ানা, ভারত, মঙ্গোলিয়া, নামিবিয়া, নেপাল, পানামা, সাউথ আফিকা, তিউনিসিয়ার সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে।এ দেশগুলো থেকে কোনো বিদেশি নাগরিক দেশে প্রবেশ করতে পারবেন না।

আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, কোষ্টারিকা, জর্জিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান,  সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, উরুগুয়ে থেকে বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে যাত্রীদের দুই ডোজের ভ্যাকসিন নিতে হবে।

জাগরণ/এসএসকে/এমএ