• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১০, ২০২১, ১০:২৯ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ১০, ২০২১, ০৪:৩০ পিএম

সাগরে লঘুচাপ

দুই দিন পর বাড়বে বৃষ্টি

দুই দিন পর বাড়বে বৃষ্টি
প্রতীকী

পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আগামী দুই দিনের মধ্যে এই লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটা বাংলাদেশের দিকে এলে বৃষ্টিপাত বাড়বে। 

 ‍শুক্রবার (৯ জুলাই) আবহাওয়াবিদ হাফিজুর রহমান  বলেন, ‘এটা মূলত বর্ষাকালীন লঘুচাপ। তবে এটি কোন দিকে যাবে সেটা আরও দুই দিন পর বোঝা যাবে। বাংলাদেশ অংশে এলে বৃষ্টিপাত বাড়বে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় থাকায় বৃষ্টি কিছুটা কমেছে। তবে এই অবস্থা আরো দুই দিন থাকবে, এরপর আবার বৃষ্টিপাত বাড়বে।’

আবহাওয়ার সংক্ষিপ্তাসারে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। 

জাগরণ/এসএসকে