• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৫, ২০২১, ০১:১৬ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৫, ২০২১, ০১:১৬ এএম

ভারতের সঙ্গে ফ্লাইট চালুর সিদ্ধান্ত

ভারতের সঙ্গে ফ্লাইট চালুর সিদ্ধান্ত

ভারতের সঙ্গে আবার ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে দিনক্ষণ চূড়ান্ত হয়নি এখনও। সীমিত পরিসরে ফ্লাইট চলাচল করবে।

প্রাথমিকভাবে সপ্তাহে চারটির মতো ফ্লাইট চলতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস বলেন, ভারত সীমিত আকারে ফ্লাইট চালু শুরুর প্রস্তাব দিয়েছিল, তা নিয়ে বুধবার (৪ আগস্ট) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মধ্যে আলোচনা হয়েছে।

সেখানে সীমিত পরিসরে ফ্লাইট চালুর সিদ্ধান্ত হয়েছে।

সীমিত সংখ্যায় ফ্লাইট চালু হলে চিকিৎসাসহ শুধু জরুরি প্রয়োজন রয়েছে, এমন ব্যক্তিরা চলাচলের সুযোগ পাবেন। এক্ষেত্রে স্থলসীমান্ত বন্ধের সময় যেসব শর্ত দেয়া হয়েছিল, সীমিত পরিসরে আকাশপথে চলাচলের ক্ষেত্রেও তা অনুসরণ করা হবে।

করোনাভাইরাস (কোভিড-১৯)— এর কারণে ভারতের সঙ্গে স্থলসীমান্ত চলতি মাসের ৮ আগস্ট পর্যন্ত বন্ধ রয়েছে।

জাগরণ/এমএ