• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১, ১১:৪০ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৩, ২০২১, ০৫:৪১ পিএম

পদ্মা সেতুতে আজ বসছে শেষ স্ল্যাব

পদ্মা সেতুতে আজ বসছে শেষ স্ল্যাব
সংগৃহীত ছবি

পদ্মা সেতু প্রকল্প শেষ স্ল্যাব বসানো হচ্ছে আজ সোমবার (২৩ আগস্ট)। এর মাধ্যমে সেতুটির ওপর দিয়ে যানবাহন চলাচল করার ক্ষেত্রে বাকি থাকবে শুধু পিচঢালাই।

নির্মাণকারী প্রতিষ্ঠানের আশাবাদ, আগামী ৩০ এপ্রিলের আগেই কাজ শেষ হবে পদ্মা সেতুর।

সেতু বিভাগ জানিয়েছে, মে মাস থেকে যান চলাচলের জন্য খুলে দেয়া সম্ভব। তবে চূড়ান্ত দিনক্ষণ ঠিক করবেন প্রধানমন্ত্রী।

পদ্মা সেতুতে রোববার (২২ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত ২ হাজার ৯১৭টি কংক্রিটের স্ল্যাবের মাত্র ছয়টি বসানো বাকি ছিল। রাতের মধ্যেই পাঁচটি স্ল্যাব বসানোর কথা। প্রকল্প কর্মকর্তারা জানিয়েছেন, শেষ স্ল্যাবটি বসানো হবে সকালে।

প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা জানায়, পিচঢালাইয়ের কাজ শুরু হবে আগামী অক্টোবর মাসের শেষ দিকে। এ কাজে তিন মাসের মতো সময় লাগতে পারে। সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) সেতু বিভাগকে জানিয়েছে, তারা আগামী ৩০ এপ্রিলের মধ্যেই সব কাজ শেষ করবে।

২০১৫ সালের ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেন। প্রকল্পের কাজের অগ্রগতিসংক্রান্ত প্রতিবেদন অনুসারে, গত জুলাই পর্যন্ত পুরো প্রকল্পের কাজ শেষ হয়েছে ৮৭ শতাংশের কিছু বেশি। মূল সেতুর কাজ হয়েছে প্রায় ৯৪ শতাংশ।

পদ্মা সেতু দ্বিতলবিশিষ্ট। এর ওপর দিয়ে চলাচল করবে যানবাহন, নিচ দিয়ে রেল। মূল সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। সেতুটি চালু হলে দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সঙ্গে যোগাযোগ সহজ হবে। দক্ষিণের মানুষ এখন সেতুটি চালুর অপেক্ষায়।

জাগরণ/এমএ