• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২১, ১১:৫৩ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৮, ২০২১, ১১:৫৩ এএম

একদিনে ১৪টি নিয়োগ পরীক্ষা, ক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা

একদিনে ১৪টি নিয়োগ পরীক্ষা, ক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা
সংগৃহীত ছবি

রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ১৪টি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার (৮ অক্টোবর) সকাল থেকেই কেন্দ্রের বাইরে ভিড় করেন চাকরিপ্রার্থীরা।

তারা অভিযোগ করেন, কয়েকটি আবেদন করলেও একই সময়ে পরীক্ষার কারণে সবগুলোয় অংশ নিতে পারছেন না।

তাদের দাবি, এতে সময় শ্রমের সঙ্গে গচ্চা যাচ্ছে কয়েক হাজার টাকা। বিষয়টিকে সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতাই বলছেন  ক্ষুব্ধ প্রার্থীরা।

কেন্দ্রে স্বাস্থ্যবিধি মানারও তাগিদ ছিল না। সকালে ৮টির পর বিকেলে আরও ৬টি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জাগরণ/এসএসকে