• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২১, ১২:০১ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৯, ২০২১, ১২:০১ পিএম

দৌলতদিয়ায় আটকে আছে ৪ শতাধিক পণ্যবাহী ট্রাক

দৌলতদিয়ায় আটকে আছে ৪ শতাধিক পণ্যবাহী ট্রাক
ফাইল ফটো

ফেরি সঙ্কট ও তীব্র স্রোতের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে দেখা দিয়েছে তীব্র যানজট। পারাপারের অপেক্ষায় দীর্ঘ চার কিলোমিটার এলাকা জুড়ে আটকা পড়েছে অন্তত চার শতাধিক পণ্যবাহী ট্রাক।

শনিবার (৯ অক্টোবর) যানজটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকরা। 

সকাল থেকেই ঢাকা খুলনা মহা-সড়কের দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত আড়াই কিলোমিটার ও দৌলতদিয়া ফেরিঘাট থেকে ১২ কিলোমিটার পেছনে আরও দুই কিলোমিটার এলাকায় আটকে আছে অন্তত চার শতাধিক পণ্যবাহী ট্রাক।

ট্রাক চালকরা জানান, এখন ঘাটের-নাগাল পেতে দুই থেকে তিন দিন অপেক্ষা করতে হচ্ছে। যে কারণে চরম দুর্ভোগে পড়েছেন তারা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন ( বিআইডব্লিটিসি) দৌলতদিয়া ফেরি ঘাটের ব্যবস্থাপক শিহাব উদ্দিন জানান, হঠাৎ করে পদ্মা নদীর স্রোত বেড়েছে যে কারণে প্রতিটি ফেরির নদী পার হতে দ্বিগুণ সময় লাগছে। এই নৌরুটে চলাচলকারী ২০টি ফেরির মধ্যে দুইটি ফেরি বিকল হওয়ায় এখন ১৮টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে। যে কারণে ঘাট এলাকায় কিছুটা ট্রাকের সারি তৈরি হচ্ছে।

শিহাব উদ্দিন আরও জানান, যাত্রী ভোগান্তি কমাতে অগ্রাধিকারের ভিত্তিতে আগে যাত্রিবাহী বাস ও ব্যক্তিগত গাড়ি পারাপার করা হচ্ছে। 

জাগরণ/এসএসকে/এমএ