• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২১, ০৫:৪৭ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১১, ২০২১, ০৫:৪৭ পিএম

নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হকের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হকের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা নাট্যকার ও নাট্যনির্দেশক ড. ইনামুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।  

সোমবার (১১ অক্টোবর) বিকালে ড. ইনামুল হকের প্রয়াণের সংবাদে শোকাহত মন্ত্রী তার শোকবার্তায় বলেন, গুণী এ নাট্যব্যক্তিত্বের মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।  তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, ড. ইনামুল হক ১৯৪৩ সালের ২৯ মে ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ওবায়দুল হক ও মা রাজিয়া খাতুন। এ অভিনেতার সহধর্মিণী বরেণ্য নাট্যজন লাকী ইনাম। তারকা দম্পতির সংসারে দুই মেয়ে, হৃদি হক (স্বামী লিটু আনাম) আর প্রিয়ন্তি হক (স্বামী সাজু খাদেম)।

ড. ইনামুল হক নাটকে অবদানের জন্য ২০১২ ‘একুশে পদক’, একই বছর টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ পুরস্কার আজীবন সম্মাননা এবং ২০১৭ সালে ‘স্বাধীনতা পুরস্কার’ লাভ করেন।