• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২১, ১১:৪৯ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২১, ২০২১, ১১:৪৯ এএম

ফের পেছাল এসকে সিনহার বিরুদ্ধে দুর্নীতির মামলার রায়

ফের পেছাল এসকে সিনহার বিরুদ্ধে দুর্নীতির মামলার রায়
সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা ● ফাইল ফটো

জালিয়াতির মাধ্যমে ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) ঋণের চার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহাসহ ১১ জনের মামলার রায় ফের পিছিয়েছে।

এ নিয়ে দুইবার এই মামলার রায় ঘোষণার তারিখ পেছানো হলো। মামলার রায় ঘোষণার নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ৯ নভেম্বর।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) এই তথ্য জানান দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মীর আহম্মেদ আলী সালাম। 

তিনি জানান, বৃহস্পতিবার রায় ঘোষণার দিন ধার্য থাকলেও রায় প্রস্তুত না হওয়ায় তারিখ পেছানো হয়েছে। আগামী ৯ নভেম্বর এই মামলার রায় ঘোষণার নতুন তারিখ ধার্য করা হয়েছে।

এর আগে গত ৫ অক্টোবর এই মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল। তবে ওইদিন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল জানিয়েছিলেন, বিচারক অসুস্থ থাকায় রায় ঘোষণা পিছিয়ে ২১ অক্টোবর নতুন তারিখ ধার্য করা হয়েছে। সে অনুযায়ী আজ বৃহস্পতিবার রায় ঘোষণার কথা ছিল।

গত ২৪ আগস্ট মামলাটির সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এ মামলায় ২১ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। ২০১৯ সালের জুলাইয়ে দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বাদী হয়ে মামলাটি করেন। মামলা তদন্ত করে একই বছরের ডিসেম্বরে চার্জশিট দাখিল করেন দুদক পরিচালক বেনজীর আহমেদ। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে গতবছরের আগস্টে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন বিচারক।