• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২১, ০১:৫৯ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১, ২০২১, ০১:৫৯ এএম

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

সরকারি চাকরিতে নিয়োগ দিতে ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএসের মাধ্যমে ১ হাজার ৭১০টি পদে নিয়োগ দেয়া হবে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে আগ্রহীদের আগামী ৩০ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। 

পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইসরাত শারমীন জানান, ২৫টি ক্যাডারে নিয়োগ দিতে ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এ বিসিএসের মাধ্যমে সাধারণ ক্যাডারে ৪৪৯ জন, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ জন, সাধারণ কলেজে সাধারণ শিক্ষায় ৪০১ জন, শিক্ষক প্রশিক্ষণ কলেজে সাধারণ শিক্ষায় ২০ জন এবং কারিগরি শিক্ষায় ৩৫৫ জন নিয়োগ পাবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ মে প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে। ২০০ নম্বরের এ এমসিকিউ পরীক্ষা আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।

জাগরণ/এমএ