• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২১, ০৮:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১, ২০২১, ০৮:৪৩ পিএম

দিনে কতজন ধর্ষণের শিকার, জানাল মহিলা আইনজীবী সমিতি

দিনে কতজন ধর্ষণের শিকার, জানাল মহিলা আইনজীবী সমিতি

চলতি বছরে দেশে প্রতিদিন প্রায় চারজন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এ হিসেবে গত ১০ মাসে এক হাজার ১৮২টি ধর্ষণ–সংক্রান্ত ঘটনা ঘটেছে। এর মধ্যে ধর্ষণ ৯৫৫টি, দলবদ্ধ ধর্ষণ ২২০টি ও ধর্ষণের চেষ্টা ২৫৯টি।

একই সময়ে রাস্তা, যানবাহন, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও বাড়িতে প্রায় ৮৪ শতাংশ নারী যৌন হয়রানির শিকার হয়েছেন। 

‘বাংলাদেশে যৌন হয়রানি: বর্তমান প্রেক্ষাপট ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এসব তথ্য তুলে ধরে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ)।

জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত খবরের ভিত্তিতে এ পরিসংখ্যান তুলে ধরে সংগঠনটি। 

বুধবার (১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে গোলটেবিলে এসব তথ্য তুলে ধরেন বিএনডব্লিউএলএর সভাপতি আইনজীবী সালমা আলী।

দেশে নারীর প্রতি সহিংসতা উদ্বেগজনক হারে বেড়েছে মন্তব্য করে তিনি বলেন, নির্যাতনের বিরুদ্ধে এখনই সময় নারীদের রুখে দাঁড়ানোর।

বিএনডব্লিউএলএর সাধারণ সম্পাদক আইনজীবী জোবায়দা পারভিন বলেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করায় ধর্ষণ ও সহিংসতার ঘটনা বেড়ে চলেছে। যৌন হয়রানি ও সহিংসতায় দায়ী অপরাধীদের গ্রেপ্তার ও দ্রুত বিচার দাবি জানান তিনি।

এমইউ