• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২১, ১২:৪০ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৭, ২০২১, ১২:৪০ পিএম

যে কারণ দেখিয়ে পদত্যাগ করবেন প্রতিমন্ত্রী মুরাদ

যে কারণ দেখিয়ে পদত্যাগ করবেন প্রতিমন্ত্রী মুরাদ

বিভিন্ন বিষয়ে একের পর কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় বেশ কিছুদিন ধরে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে নিয়ে তুমুল সমালোচনা চলছে। এসবের মধ্যেই গতকাল (সোমবার) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মঙ্গলবারের মধ্যে ডা. মুরাদ হাসানকে পদত্যাগ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সে অনুযায়ী মঙ্গলবার (৭ ডিসেম্বার) দুপুরের মধ্যে মন্ত্রণালয়ের কর্মকর্তার মাধ্যমে অথবা ইমেইলে এ পদত্যাগপত্র জমা দেবেন তিনি।

জানা গেছে, দুপুরের মধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগে তার পক্ষে পদত্যাগপত্র জমা দেওয়া হবে। তিনি চট্টগ্রামে অবস্থান করায় মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি পদত্যাগপত্র জমা দেবেন। তিনি ব্যক্তিগত কারণে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার কথা উল্লেখ করেছেন। এরই মধ্যে তার পদত্যাগপত্র তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি ডা. মুরাদ খালেদা জিয়া, তারেক রহমান ও তার মেয়েকে নিয়ে অসৌজন্যমূলক কথা বলেন। এ ছাড়া মুরাদের একটি কথোপকথন ফাঁস হয়, যেখানে তিনি অশ্লীল ভাষায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে তার সঙ্গে দেখা করার জন্য বলেন এবং মাহিকে তুলে এনে ধর্ষণের হুমকিও দিয়েছেন তিনি!

এমইউ