• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২২, ১২:৩০ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২৬, ২০২২, ১২:৩০ এএম

প্রশ্নপত্র ফাঁসে রূপাসহ ৬ জন কারাগারে

প্রশ্নপত্র ফাঁসে রূপাসহ ৬ জন কারাগারে
সংগৃহীত ছবি

সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাসরীন রূপাসহ ছয়জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

দুই দিনের রিমান্ড শেষে মঙ্গলবার (২৫ জানুয়ারি) আসামিদের ঢাকা সিএমএম আদালতে হাজির করা হয়। আদালতের সময় শেষ হয়ে যাওয়ায় ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে আগামী ৩০ জানুয়ারি গ্রেফতার দেখানোর আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেন। 

কারাগারে যাওয়া অন্য পাঁচ আসামি হলেন- রূপার সহযোগী আল আমিন রনি, আজাদ, রাকিবুল হাসান, নাহিদ হাসান ও রাজু আহমেদ।

গত ২১ জানুয়ারি রাজধানীর মিরপুর, কাকরাইল ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর ডিবি পুলিশ। পরদিন ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাদের গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর রমনা থানায় হওয়া প্রশ্ন ফাঁসের এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলী।

জাগরণ/কেএপি