• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ৩, ২০২২, ১১:১০ এএম
সর্বশেষ আপডেট : মার্চ ৩, ২০২২, ১১:১০ এএম

ব্রাহ্মণবাড়িয়ার সিএনজি-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৪

ব্রাহ্মণবাড়িয়ার সিএনজি-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৪

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কাভার্ডভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ সিএনজি যাত্রী নিহত হয়েছেন। 

বুধবার (২ মার্চ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে বিজয়নগর উপজেলার রামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হল- বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মোর্শেদা বেগম (৫০), হোসনে আরা খাতুন (৪৮) এবং দুদু মিয়া (৬২) ও ফরিদ মিয়া (৪২)। 

স্থানীয়রা জানায়, মহাসড়কের রামপুরে সিলেট অভিমুখী প্রাণ-আরএফএল গ্রুপের একটি কাভার্ড ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোর্শেদ ও দুদুমিয়া নিহত হয়। অন্য দুজনকে হাসপাতালে নেয়ার পথে মারা যান। 

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহজালাল আলম জানান, এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হয়েছে। সিএনজি ও কাভার্ড ভ্যানের চালক পলাতক। যান দুটিকে আটক করা হয়েছে। 

জাগরণ/আরকে