• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মার্চ ১০, ২০২২, ০১:২১ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ১০, ২০২২, ০১:২১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের মহড়া

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের মহড়া

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। 

মুজিবর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: শাহগীর আলম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রুহুল আমীনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো: মাহবুব আলম। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার,  জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো: রবিউল হক মজুমদার, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ব্রাহ্মণবাড়িয়ার উপ-সহকারী পরিচালক মো: তৌফিকুল ইসলাম ভুইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইয়ামিন হোসেন, সদর উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবু হুরায়রাহ, নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সহিদুল ইসলাম প্রমূখ। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: শাহগীর আলম বলেন, বর্তমানে প্রাকৃতিক দুর্যোগের তুলনায় মনুষ্যসৃষ্ট দুর্যোগের সংখ্যাই বেশী। তবে সরকারের জনসচেতনতামূলক কর্মকান্ডের ফলে দুর্যোগে ক্ষয় ক্ষতির পরিমাণ আগের তুলনায় অনেক কমে এসেছে। 

তিনি আরো বলেন, প্রাকৃতি দুর্যোগকে মোকাবেলা করতে হয়, তবে সচেতনতার মাধ্যমে মানবসৃষ্ট দুর্যোগ রোধে সকলকে এগিয়ে যেতে হবে। 

সকল ধরণের দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে সকলের সচেতন ভূমিকার জন্য আহ্বান জানান মো: শাহগীর। 

আলোচনা সভা শেষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক একটি মহড়া অনুষ্ঠিত হয়। 

জাগরণ/আরকে