• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২২, ০১:০৩ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৯, ২০২২, ০১:০৩ পিএম

গৃহবধূকে ধর্ষণ মামলায় এসআই জেলহাজতে

গৃহবধূকে ধর্ষণ মামলায় এসআই জেলহাজতে

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ঝালকাঠির কাঠালিয়ায় দায়ের করা মামলায় উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে শহরের শেখ রাসেল স্টেডিয়াম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী ওই নারী নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন।

শুক্রবার রাতে কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। এসআই মো. আলমগীর কাঠালিয়ার তারাবুনিয়া তদন্ত কেন্দ্রের কর্মরত আছেন। তার বাড়ি ভোলা সদর উপজেলায়।

মামলার এজাহারে জানা যায়, ওই নারী দুই ছেলে সন্তান নিয়ে বাড়িতে বসবাস করে আসছেন। তার স্বামী ব্যবসার কাজে চট্টগ্রামে থাকেন। নারীর ভগ্নীপতি স্থানীয় বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী। বোনের বাড়িতে যাওয়া আসার সময় তারাবুনিয়া তদন্ত কেন্দ্রের এসআই আলমগীর হোসেনের সঙ্গে পরিচয় হয়। ৩ এপ্রিল রাতে ওই নারীর বাড়িতে গিয়ে মারধরের পর ধর্ষণ করেন।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী জানান, বাদীকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

জাগরণ/আরকে