• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৩, ২০২২, ০৬:১৫ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৩, ২০২২, ০৬:১৫ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোলে ফ্লাইওভার নির্মাণের সিদ্ধান্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোলে ফ্লাইওভার নির্মাণের সিদ্ধান্ত

দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোলে ফ্লাইওভার নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ মে) এ তথ্য নিশ্চিত করেছেন ফেনীর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বিনয় কুমার পাল।

জানা গেছে, ৬ লেন বিশিষ্ট এই ফ্লাইওভারের দৈর্ঘ্য হবে ৬০০ মিটার। ঢাকা-চট্টগ্রামগামী যানবানহনগুলো সরাসরি ফ্লাইওভার ব্যবহার করে যাতায়াত করতে পারবে। তবে ফেনী-সোনাগাজীতে চলাচলকারী পরিবহনগুলো ফ্লাইওভার নিচ দিয়ে মহাসড়ক পারাপার করবে। শিগগিরই এই ফ্লাইওভারের কার্যক্রম শুরু করা হবে।

বিনয় কুমার পাল বলেন, ইকোনমিক জোনের চার লেনসহ মোট ছয় লেন বিবেচনায় রেখে এই মহাসড়কের নকশা প্রণয়ন করা হচ্ছে। প্রাথমিক কাজগুলো সম্পন্ন করার পর দরপত্র আহ্বান করা হবে। প্রকল্প শেষ হতে সর্বোচ্চ তিন বছর সময় লাগতে পারে।

ইউএম