• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১৪, ২০২২, ০১:০০ এএম
সর্বশেষ আপডেট : জুন ১৪, ২০২২, ০১:০০ এএম

চট্টগ্রামে কনটেইনারে ফের আগুন

চট্টগ্রামে কনটেইনারে ফের আগুন
ফাইল ফটো

চট্টগ্রামে এবার বেসরকারি ডিপোতে রাখা কনটেইনারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (১৩ জুন) রাত পৌনে ৯টায় পতেঙ্গা ভারটেক্স কনটেইনার ডিপোতে ঘটনাটি ঘটে।

ইপিজেড ফায়ার স্টেশনের লিডার শহীদুল্লাহ জানান, কনটেইনারে রাখা তুলার গাঁইটে আগুন লাগে। তবে আশপাশের কনটেইনারে ছড়ায় নি। কোনx ধরনের ক্ষতি হয়নি। এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।

অগ্নিকাণ্ডের ঘটনায় আশপাশের এলাকার বাসিন্দা ও  ডিপোর শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিভিয়ে ফেলে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ডিপোতে রাখা একটি তুলাভর্তি কনটেইনারে ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসকে জানানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা সোয়া ৯টায় ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

এর আগে গত ৪ জুন রাতে সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। এতে এখন পর্যন্ত ৪১ জনের লাশ উদ্ধার হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও ৯ জন মারা গেছেন।

জাগরণ/অগ্নিদুর্ঘটনা/এসএসকে