• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০১৯, ০৭:০৮ পিএম

বিমান-পর্যটন খাতে সহায়তা করতে ভারতের আগ্রহ

বিমান-পর্যটন খাতে সহায়তা করতে ভারতের আগ্রহ
প্রতিমন্ত্রী মাহবুব আলীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার আদর্শ সোয়াইকা -ছবি : জাগরণ


বাংলাদেশের বিমান পরিবহন ও পর্যটন খাতে ভারত সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।  

বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ কক্ষে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার আদর্শ  সোয়াইকার সঙ্গে সৌজন্য বৈঠক শেষে এ কথা জানান তিনি।

বিমান প্রতিমন্ত্রী বলেন, সৌজন্য সাক্ষাতে ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার আদর্শ সোয়াইকা বাংলাদেশের বিমান পরিবহন ও পর্যটন খাতে ভারতীয় সহায়তার প্রস্তাব দিয়েছেন। 

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। মহান মুক্তিযুদ্ধে ভারতীয় জনগণের অবদানের কথা বাংলাদেশ কখনো ভুলবে না। বর্তমানে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দুই বন্ধু রাষ্ট্রের জনগণের মধ্যে আরও সম্পর্কোন্নয়নে কাজ করে যাচ্ছে।

আদর্শ সোয়াইকা জানান, গত ১০ বছরে বাংলাদেশ ও ভারতের দ্বি-পাক্ষিক সম্পর্ক এক নতুন মাত্রায় পৌঁছেছে। দুই দেশের জনগণ ও রাজনৈতিক নেতাদের মধ্যে একটি বিশ্বাস ও আস্থার সম্পর্ক তৈরি হয়েছে।

এমএম/এসএমএম