• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০১৯, ০৪:৪৩ পিএম

ছয় মাস আগেও ধারালো অস্ত্র নিয়ে অভ্যন্তরীণ ফ্লাইটে ওঠে চার যুবক

ছয় মাস আগেও ধারালো অস্ত্র নিয়ে অভ্যন্তরীণ ফ্লাইটে ওঠে চার যুবক


হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে অভ্যন্তরীণ ফ্লাইটে ছয় মাস আগেও ধারালো অস্ত্র নিয়ে উঠেছিলো চার যুবক। কয়েক স্তরের নিরাপত্তাবলয়েও তা ধরা পড়েনি। সৈয়দপুর বিমানবন্দরে নামার পর তাদের গ্রেপ্তার করে পুলিশ। মামলাটি বিচারাধীন থাকলেও ওই চার যুবক জামিনে আছেন।

চট্টগ্রামে বিমান ছিনতাই চেষ্টার পর থেকে শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা নিয়েও বাড়ছে উদ্বেগ। তবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিরাপত্তাহীনতার কথা মানতে রাজি না।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৯ সালের ২৬ আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে নভোএয়ারের VQ-963 ফ্লাইটে ওঠে মাদক ব্যবসায়ী রকিসহ চার যুবক। ৩৩৭ কিলোমিটার উড়ে যাওয়ার পর সৈয়দপুরে বিমানবন্দর টার্মিনালে পুলিশ তল্লাশিতে তাদের ব্যাগে পাওয়া যায় ১০ ইঞ্চি লম্বা দুটি চাকু ও ২৫ ইঞ্চি লম্বা দুটি ব্যাটন স্টিক। 

ও ঘটনার পরপরই সৈয়দপুর বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি ঢাকার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে জানালে তোলপাড় সৃষ্টি হয়। পুলিশ অভিযোগপত্র দেয়ার পর মামলাটি এখনও বিচারাধীন। আসামিরা কারগার থেকে বেরিয়ে জামিনে আছেন।

আরএম/আরআই