• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০১৮, ০২:৫৩ পিএম

খোকার ছেলে-মেয়ের জামিনের বিষয়ে আদেশ বৃহস্পতিবার

খোকার ছেলে-মেয়ের জামিনের বিষয়ে আদেশ বৃহস্পতিবার

 

বিএনপি নেতা ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইসরাখ হোসেন ও মেয়ে সারিকা সাদেকের আগাম জামিন আবেদনের ওপর আদেশ দেয়া হবে আগামীকাল বৃহস্পতিবার (২৯নভেম্বর)।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের এই দিন ধার্য করেন।  সংশ্লিষ্ট বেঞ্চে রাষ্ট্রপক্ষে নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এ কে এম আমিন উদ্দিন জাগরণকে এই তথ্য জানান।

আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আজমালুল হক কিউসি। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান।

ডিএজি জানান, ২০০৮ সালের ১ সেপ্টেম্বর দুদক পৃথক দুইটি নোটিশে আসামিদের নিজেদের নামে ও তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে/বেনামে বা তাদের পক্ষে অন্য নামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পদ/সম্পত্তির দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ ৭ কার্যদিবসের মধ্যে দুদকে জমা দিতে বলে। কিন্তু সেই নোটিশের প্রেক্ষিতে তারা দুদকে কোনো সম্পদ বিবরণী জমা দেননি।

পরে দুদকের সহকারী পরিচালক মো. সামছুল আলম ২০১০ সালের ২৯ ও ৩০ আগস্ট রাজধানীর রমনা থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন।

মাআ/সাইসে/জেডএস